বুধবার । ৫ই নভেম্বর, ২০২৫ । ২০শে কার্তিক, ১৪৩২

হাঁসের ছানা

মো: আরাফাত হোসেন

হাঁসের কোলে ছোট্ট ছোট
মিষ্টি হাঁসের ছানা,
দেখতে তাদের ভালোই লাগে
ধরতে কভু মানা।

মিটমিটিয়ে তাকায় তারা
করে ডাকাডাকি,
হাঁসের ছানার রূপের আলোয়
প্রেমের ছবি আঁকি।

পানি পেলে হাঁসের ছানা
করে খেলাধুলা,
পালকগুলো দেখতে লাগে
শিমুল গাছের তুলা।

হাঁসের ছানার ডাক শুনে হায়
মনে লাগে দোলা,
ছোট্ট ছানার এমন মায়া
যায় না কভু ভুলা।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন