আল্লাহুম্মা সাল্লি ‘আলা মুহাম্মাদিন ওয়া ‘আলা আজওয়াজিহি ওয়া ধুররিয়াতিহি
যিনি (রাসূল সা:) আল্লাহর রহমত, আমাদের সুপারিশকারী;
সকল পূর্ণতায় – জ্ঞানের আলোয় নবুয়তের সত্য মহিমায়।
আমার পরম শ্রদ্ধায়, অফুরান ভালোবাসা দুরূদ ও সালাম জানাই
মদিনা মুনাওয়ারায়,- মসজিদে নববী ‘রাসূলের (সা:) পাক রওজায় ‘।
নিয়ত অনেক আবেগভরা প্রাণের আকুলতায় সালাতে
মুনাজাতে সেজদায় প্রিয় নবীজির সাফায়াত চাই –
জান্নাত কামনায়।
হে প্রভু দয়াময় আমার আরাধনায় মনের মকসুদ করো
পুরা, ক্ষমা করো সব গোনাহ হৃদয়ে ঊষার আলোয়
তারকা উজ্জ্বল শুভ্রতায়।
দূর করো প্রভু সকল মুসিবত, ক্লেশ রোগ শোক এ
বান্দায়। ইবাদতে রহমত, বরকত দিও; পুন্য পরশ পেতে
নবীজির স্নেহ-প্রেম মায়ায়।
হে প্রভু, তোমার দীদারে আখিরাতের সুখ খুঁজি সকল
সাধনায়, দ্বীনের তাকওয়ায় – তৌহিদ দীক্ষায়।
পার্থিব জীবনের সাফল্য, রঙিন স্বপ্নগুলো যেনো
কোনদিন মুছে না যায় -, আকাশের রজনীর
জ্যোৎস্না হাসে যেন সদা শান্তির বারতায়।
আস সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
আমার হৃদয় মাঝে বাসনা, নবীজির (সা:) আদর্শ পালনে তব
অনন্ত সুখের ঠিকানা।
খুলনা গেজেট/এসএস