শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২
উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করায় কোনো অফিসারকে পাঠাতে পারিনি : ওসি

আঘাতে মোটরসাইকেল চালকের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার আশাশুনিতে আঘাতে এক ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে আশাশুনি উপজেলার কাকবসিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালকের নাম ইসমাইল হোসেন (২৫)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের জালিয়াখালি গ্রামের মহিউদ্দিন সানার ছেলে।

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর হোসেন জানান, “ইসমাইল হোসেন পেশায় একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। বৃহস্পতিবার রাতে তিনি কাকবসিয়া হাজী মার্কেট থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাত সাড়ে সাতটার দিকে কাকবসিয়া বাজারের উত্তর পাশে প্রতাপনগর-গোয়ালডাঙ্গা সড়কে পৌঁছালে লুঙ্গি পরে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে কিছু ব্যক্তি ইসমাইলকে আটক করেন। এ সময় লাঠি দিয়ে তার ঘাড়ে ও পিঠে কয়েকটা আঘাত করলে মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।”

ইউএনও সাইদুজ্জামান হিমু জানান, “একজন লোক মারা গেছে বলে শুনেছি। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। লাশের ময়না তদন্ত করলে সঠিক বিষয় জানা যাবে।”

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ বলেন, “একজন লোক মারা গেছে বলে আমরা শুনেছি। কিন্তু কীভাবে মারা গেছে এখনো জানতে পারিনি। সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করায় আমরা কোনো অফিসারকে পাঠাতে পারিনি।”




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন