সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নবীনগর এলাকার হাবড়া (গোয়াল ঘেসিয়া) নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার এ ঘটনা ঘটে।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি কয়েক দিন আগের হতে পারে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন বলেন, ঘটনাস্থল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছে। পাশাপাশি সাতক্ষীরা জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তারা এসে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মরদেহটি শনাক্ত করার কার্যক্রম চালাচ্ছেন।
খুলনা গেজেট/এএজে



