Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুঁজে ফেরা

জয়ন্তী দেব সিকদার

জীবন যন্ত্রণার সন্ধিক্ষণে দাঁড়িয়ে
যেদিকে তাকাই দেখি
বেঁচে আছে শুধু শূন্যতা।
শুষ্ক কাঠের মতো ঘটে চলেছে
মানুষের রূপান্তর।
সরসতা হারিয়েছে যেমন প্রকৃতি
তেমনই সরলতা নিয়েছে বিদায়
জীবনের প্রতি পদক্ষেপে।

খুঁজে ফিরি সুজলা সুফলা
আমার জননী জন্মভূমিকে,
খুঁজে বেড়াই এক টুকরো
আন্তরিকতা নিঃস্ব এই ভুবনে
ক্লান্ত আমি, স্নেহময়ী মাতৃক্রোড়
পাইনা কোথাও।।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন