বুধবার । ২৮শে জানুয়ারি, ২০২৬ । ১৪ই মাঘ, ১৪৩২

অবান্তর সমীকরণ

তামিম হাসান

তোমরা কেউ কি অভিমানের
দূরত্ব মেপেছো?
ভালোবাসার সাদাকালো
শুভ্র চিত্র ক্যানভাসে একেঁছো?
অবান্তর যত সমীকরণ
ভালোবাসায় শুধু কবিদের মরণ,
বিচ্ছেদের রণক্ষেত্রে পরাজয় বরণ।
শহরতলীর ট্রাম লাইনে
উন্মাদের উউড়নচণ্ডী আইনে
আমাদের গানের আসর
যেখানে সুরের তরঙ্গে জাগে বাসর।

 

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন