Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

তর্জন

মাজরুল ইসলাম, মু‌র্শিদাবাদ থেকে

শত বিরহের পর
লোকগুলোর সামনে আবার এসেছে নতুন হুমকি
তাইতো ঘরবাড়ি সব সাবাড়।

এখন আবার লোকগুলোর ভাবাবেগ নিয়ে
মিথ্যার বেসাতি করে।

কণ্ঠে বেমরশুমি ফুলের হার শোভা পাচ্ছে
যা মিথ্যার স্তোকবাক্য ছাড়া কিছু নয়।

ব্যাপারটা নিয়ে সারাদিন ধরে ফ্যাসাদ চলছে
এবার আসবে তার দুয়ারে দুঃসময় আর
তর্জনীর তখন উঠবে নাভিশ্বাস …

 

খুলনা গেজেট /এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন