নিজাম উদ্দিন আহমেদ এর একগুচ্ছ কবিতা  

স্বৈরাচারের মানুষ 

মানুষ এখন অমানুষের ছা
মানুষ রুপি বনমানুষের গা,
ক্ষুধা ওদের এতোই বেশি
ছলে বলে নিতুই ওরা করে খা খা
মানুষ এখন অমানুষের ছা।

মজার দেশ 

এক যে ছিলো মজার দেশ
রাণী সেথায় থাকেন বেশ।
আইন করে রাখেন তিনি প্রজার বন্ধ মুখ
হর হামেশা বকাঝকা এতেই তারই সুখ।
গিবৎ টিবৎ খিস্তিখেউড় এটা উনার অঙ্গ
কেউবা বলে অসত্য সব, এটা তিনার রঙ্গ।
সবদিন নয় শনি- রবি, সোমবারও আছে
এসব দিন জড়ো হবে সেই দিনের কাছে।

যতই করুন ভঙ্গিমা, যতই করুন রঙ্গ
প্রজার দ্রোহে মজার ঘুম হবে সেদিন ভঙ্গ।

টিয়াপাখির বিবৃতি 

একদিন এক টিয়া পাখি
বললো এসে আমায় ডাকি
এমন একটা দেশে থাকি
সব কিছুতে বেজায় ফাঁকি।
অসুধ ভেজাল খাদ্য ভেজাল
ভেজাল নিত্য পণ্য
ভেজাল ওদের যাপিত জীবন
শুধুই টাকার জন্য।
রোডে ফাঁকি ভোটে ফাঁকি
লেখা পড়ায় নকলিবাজি
ছাত্র -গুরু অনেক রাজি
সবকিছুতে তেলবাজি
অটো পাশে নাচা নাচি। ।
এমন একটা দেশে থাকি
সবকিছুতে বেজায় ফাঁকি।
সত্য কথা বললে কেউ
তার পিছনে হাজার ফেউ।
পক্ষে যদি হয় রায়
বলে ওরা –দেখলে ভাই
সত্য কেমন প্রকাশ পায় ?
রায় যদি হয় উল্টা
খেপে গিয়ে বলে, বিচারপতি আহাম্মক
পাঠাও ওরে  মালটা।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন