খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি, রাজি পাকিস্তান; ভারতের ম্যাচ দুবাইয়ে : বিসিবিআই সূত্র
  গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত, গুম কমিশনের সুপারিশে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে

জীবন-স্মৃতি-মোহ-মায়াজাল

আবদুস সালাম খান পাঠান

১.
পৃথিবীর মোহমায়ায় এখনো কর্মের গতি থেমে নেই,
নেই কোন অবসাদ!

সময়ের বিবর্তনে ইতিহাসের পাতায় অনেক অতীত কথা –
লিখা হয়; ফেলে আসা সকল ইচ্ছার আজও
স্মৃতিচারণ হয় !!

নানা বৈচিত্র্যময় বাংলার সবুজ শ্যামলিমায় আমার বাসনা
সদা জেগে রয় !
অনেক ক্লান্তি মাঝে, পুষ্পিত কাননে; হৃদয়ের সুরভি
– সুগন্ধিতে ডুবে রয় ।

শিক্ষা বিস্তারে, জীবনের একটি স্তর; কলেজ বিশ্ববিদ্যালয়ে
অধ্যয়ন-পিপাসায় পেরিয়ে যায় ।

সহপাঠীদের সহমর্মিতা, আন্তরিকতা শুধু স্মৃতির খাতায়
– আলেখ্য হয়ে রয় ।

দুর্বার স্বপ্ন – দানা বেঁধেছিলো, জীবনের ইচ্ছার সফল
– সাফল্য গুনতে !! জীবন-নদীর মোহনায়, একান্তে দাঁড়িয়ে;
‘আবিষ্কার করেছি এক কাব্যছন্দের ভুবন !’

ভালোবাসা দেশপ্রেম, প্রকৃতি চেতনা, ধর্মীয় অনুশাসনে
গড়েছি হৃদয়ের শাশ্বত ঐশ্বর্য, গড়েছি ভাবনার ক্ষেত্র, কাব্য
– ছন্দের আলাপন ।

২.
নৈরাশ্য, হতাশা কখনো স্পর্শ করেনি জীবনে –
শুধু জ্ঞান চর্চায় সন্ধান করেছি একটি গতিময়,-
কীর্তিময়, আলোকোজ্জ্বল জীবন প্রবাহের –
– জোয়ার ভাটার অসীম উত্তাল সাগরে ।’

“অনেক প্রচেষ্টা অব্যাহত,” নিয়ত জ্ঞানের রাজ্যে
ভ্রমণ করতে ,-অথৈ সাগরের নীলাভজলে –
– “সফেন তরঙ্গে” – ক্ষণিক দাঁড়িয়ে সমুদ্র সৈকত ,-
শৈবালে – গোধূলি বেলা সূর্যাস্তে ,-
ভাবনার ছায়াতলে ! ‘জীবনের সুষমা সংসার মায়াজালে’।

আমার নীরব আকাঙ্ক্ষায় – একান্ত সাধনায়
সাফল্য খুঁজে বেড়াই অবিরত ।
জানি, স্রষ্টার মহিমায়, দয়ায় জীবনের সফল
কীর্তি, গৌরব-সদা, চাঁদ-তারার মতো আলোকিত ।
জীবন স্মৃতি হৃদয় মর্মরে, সৌন্দর্য-শোভায় অঙ্কিত ।
ভালোবাসার ছোঁয়ায় – পয়ার – সনেট, কবিতার ছন্দে
এক নতুন বৃত্ত ।

অনন্ত জীবনের সুখ খুঁজিতে তাই ব্যতিব্যস্ত । ইবাদতে,
আরাধনায়, প্রভুর স্মরণ, দিবস-রজনী- কতো .. !!
– এতো ফরিয়াদ, আকুলতায়-মুনাজাতে অশ্রুঝরে সতত ।

Abdus Salam Khan Pathan
Ex-Director, Islamic Foundation Bangladesh
Phone: 01711473561, 01857541855
Postal Address:
House: 14, Road: 3/C, Sector: 9
Uttara, Dhaka 1230, Bangladesh




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!