Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

আল কোরআন

মোঃ তাইফুর রহমান

কোরআন হলো পথের দিশা
আমরা সবাই জানি
আছে লেখা পাক কোরআনে
মহান রবের বাণী।
পড়লে কোরআন শুদ্ধভাবে
 সওয়াব অনেক এতে
 কোরআন পড়ো জীবন গড়ো
রবের দয়া পেতে।
আল কোরআনের হাফেজ যারা
তাদের জীবন সেরা
আল্লাহ পাকের রহম দিয়ে
তাদের জীবন ঘেরা।
একটি হরফ পাঠ করে যে
দশ নেকি তার হবে
পড়লে কোরআন নিয়ম মেনে
শান্তি মিলে ভবে।
আল কোরআনের নেই তুলনা
কবিতাতে বলি
আসবে শান্তি রবের হুকুম
মেনে যদি চলি।
খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন