শুক্রবার । ৩০শে জানুয়ারি, ২০২৬ । ১৬ই মাঘ, ১৪৩২

ক্ষুধা-দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: মঞ্জু

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, এবারের নির্বাচনে ভোটে আগ্রহ বেশী তরুণদের। তরুণরাতো জবলেস হয়ে গেছে। কাজ নেই, চাকরি নেই, লেখাপাড়ার ব্যবস্থা খুবই সীমিত। আমাদের নেতা তারেক রহমান তরুণদের জন্য নানা প্রশিক্ষণের নির্দেশনা দিয়েছেন। তাদের প্রশিক্ষণের মাধ্যমে মানবসম্পদে পরিণত করার উদ্যোগ নিয়েছেন। ফলে তরুণদের প্রত্যাশা এবারের নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৮টায় রূপসা পাইকারি মৎস্য আড়ত এলাকা এবং সকাল ৯টায় নতুন বাজার, ১ ও ২ নম্বর কাস্টম ঘাট এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু এসব বলেন।

তিনি বলেন, জুলাই অভূত্থানের পরে এই নির্বাচনটি আমাদের জন্য অনেক গুরুত্বপুর্ণ, এমনকি জনগনের জন্য। দীর্ঘ ১৬ বছরের দু:শাসন শেষে আগামীদের বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। গণতান্ত্রিক বাংলাদেশের যে যাত্রা শুরু হয়েছে, এখানে জনগন চায় বাংলাদেশ স্বনির্ভর দেশ হিসেবে আত্মপ্রকাশ করুক। ক্ষুধা-দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। জনগন চায় তাদের চাহিদা অনুযায়ি উন্নয়ন হোক। বিএনপি সেই চাহিদা পুরণে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী বাংলাদেশের জন্য খুলনার মানুষের প্রত্যাশা বেশী। শিল্পবন্দর নগরী খুলনা শিল্পহীন, তার কারণ হচ্ছে, এখানে গ্যাস নেই, আর গ্যাস না থাকায় নতুন করে কোন কল-কারখানা গড়ে ওঠেনি। আমরা সে কারণে এই শহরটিকে শিল্প শহর, বানিজ্য শহর ও বানিজ্য বান্ধব শহরে পরিণত করতে চাই।

তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি মানবিক, শান্তিপূর্ণ ও উন্নত খুলনা গড়ে তোলার অঙ্গীকার করেন গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, জাফরউল্লাহ খান সাচ্চু, মাহবুব কায়সার, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, ইউসুফ হারুন মজনু, এড. মাসুম রশিদ, আতিকুর রহমান তিতাস, শামসুজ্জামান চঞ্চল, মীর কবির হোসেন, তরিকুল্লাহ খান, সওগাতুল ইসলাম সগির, আলমগীর কবির, সাইমুন ইসলাম রাজ্জাক, নুরুল ইসলাম লিটন, আলম হাওলাদার, মোস্তফা কামাল, মেহেদী হাসান লিটন, খান মঈনুল ইসলাম মিঠু, জহিরুল ইসলাম জুয়েল, ফয়েজ উদ্দিন চুন্নু, মাহবুব হোসেন, জিয়াউর রহমান জিয়া, জাহান আলী, আব্দুর রব, এড. রফিকুল ইসলাম, রোকেয়া ফারুক, হাসিনা আকরাম, শামসুল আলম বাদল, নুরুল আলম দিপু, তরিকুল আলম, সেলিম বড় মিয়া, সাহারুজ্জামান মুকুল, সমির কুমার সাহা, হাফিজুর রহমান শেখ, মারুফ হোসেন, আসাদুর রহমান সানা, কালাম গাজী, এম এ হাসান, জাহাঙ্গীর মল্লিক, আব্দুল খালেক গাজী, ফজলুর রহমান, শহিদুল ইসলাম, মফিজুর রহমান, পারভেজ, ফারুক হোসেন, ওসমান গনি, আজমল সরদার, রফিক খান, ফরিদ বিশ্বাস, আবুল হোসেন, আব্দুল আজিজ, শহিদুল ইসলাম বাবু, আমজাদ হোসেন রাজু, আলী হোসেন, দেলোয়ার তালুকদার, শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম ছোট, হারুন হেলাল, হাবিবুর রহমান, শাহাজাহান শেখ, শুকুর আলী সরদার, শাহজাহান, সিরাজ, হালিম শেখ, রানা, দিদারুল আলম, মোহর আলী মোড়ল, ওলিয়ার রহমান ওলি, মোস্তফা খান, আবুল কাশেম আবলিসহ বিএনপি থানা, ওয়ার্ড, অঙ্গদলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন