খালিশপুরে বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প

জনগণের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করুন: মনা

গেজেট প্রতিবেদন

খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা সরকারের প্রতি জনগণের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করার আহ্বান জানিয়ে বলেছেন, সরকার যখন মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা অপচয় করছে, তখন দেশের সাধারণ মানুষ চিকিৎসার মতো মৌলিক অধিকার থেকেও বঞ্চিত হচ্ছে। দেশের প্রতিটি মানুষের জন্য উন্নত ও সাশ্রয়ী চিকিৎসা সেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ৬দিনের কর্মসূচির অংশ হিসেবে তৃতীয় দিনের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম মনা বলেন, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে আমরা শুধু আনন্দ উদযাপন করছি না, আমরা আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে। এই ফ্রি মেডিকেল ক্যাম্প তারই একটি প্রমাণ। যখন দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর, সাধারণ মানুষ চিকিৎসার অভাবে ধুঁকছে, তখন বিএনপি নিজেদের সীমিত সামর্থ্য নিয়ে হলেও জনগণের পাশে দাঁড়িয়েছে। আমরা বিশ্বাস করি, সুস্থ জাতিই উন্নত জাতি।

খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) খুলনার সার্বিক সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে অসংখ্য সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়।

খালিশপুর থানা বিএনপির সভাপতি এড. শেখ মোহাম্মদ আলী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোস্তফা কামাল, বদরুল আনাম খান, খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, ড. শওকত আলী, ড. এস এম গোলাম আজম, ড. নাসির মাহমুদ বাপ্পি, জাহাঙ্গীর হোসেন, মাফিজুর রহমান মাজু, মাসুম বিল্লাহ, মুন্তাসির আল মামুন, দীন ইসলাম, আলমগীর তালুকদার, জাহিদুর রহমান রিপন, মুজিবুর রহমান, বেলার হোসেন সুমন, আলাউদ্দিন তালুকদার, মো. সেলিম মোল্লা করিম, নিঘাত সীমা, সৈয়দা নওরিন আক্তার লুনা, পারভীন আক্তার, জাকিয়া সুলতানা, লাইজু, ফরহাদ হোসেন লিটন, মো. আক্কাস আলী, উজ্জ্বল বিশ্বাসসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মীরা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন