Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

আগামী নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ল‌বি

নিজস্ব প্রতিবেদক

সাবেক সংসদ সদস্য আলী আজগর লবি বলেছেন, আগামী সংসদ নির্বাচন হবে বিএনপি’র জন্য খুবই গুরুত্বপুর্ণ। এ নির্বাচনে তৃণমূলের সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে দলের বিজয় সুনিশ্চিত করতে হবে। মঙ্গলবার (২২ জুলাই) বিকালে খান জাহানআলী আদর্শ মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

আলী আজগর লবি বলেন, আমরা যারা বিএনপি’র রাজনীতি করি, তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং তাঁরই সুযোগ্য পুত্র তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। খুলনা-৫ আসন ফুলতলা-ডুমুরিয়া অঞ্চলের প্রতিটি মানুষের একটাই চাওয়া-পাওয়া, সেটা হলো বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসন। আপনাদের দোয়া, ভালোবাসা এবং সমর্থনে এ আসন থেকে নির্বাচিত হতে পারলে এ অঞ্চলের প্রাণের দাবী বিল ডাকাতিয়ার জলাবদ্ধতার স্থায়ী সমাধান করা হবে। এটা এ অঞ্চলের মানুষের কাছে দেওয়া আমার একমাত্র অঙ্গিকার ও প্রতিশ্রুতি। তিনি দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের ভেদা-ভেদ ভূলে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করে বিজয় নিশ্চিত করার আহবান জানান।

ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালামের সভাপতিত্ব অনুষ্ঠিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুতলা উপজেলা বিএনপি’র আহবায়ক আবুল বাশার, খানজাহান আলী থানা বিএনপি’র সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস।

বক্তৃতা করেন স্থানীয় বিএনপিনেতা শেখ আলমগীর হোসেন, মীর শওকত হোসেন হিট্টু, শেখ আনোয়ার হোসেন, শেখ হাসিবুল হাসান, মিনা মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, মোস্তাক হোসেন, গাজী মোন্তাজুর রহমান, শেখ সেলিম, ফরহাদ হোসেন, সাইফুল্লাহ তারেক, জিয়াউর রহমান, জাকারিয়া মাহমুদ পিটো, মো. ইউনুচ, মো. হেলাল শরিফ, রফিকুল ইসলাম আঃ সামাদ, সরদার ফজলুর রহমান, ইউপি সদস্য শেখ আলামিন হোসেন, হাফিজুর রহমান সাফি, মোহাম্মদ বাচ্চু, নূর ইসলাম, খান ইসমাইল হোসেন বাবু, মহিলা দল নেত্রী শিরিনা আক্তার, রাজিয়া বেগম, স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন, ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ, মঞ্জুরুল ইসলাম, মো. তাজিম হোসেন, ইলিয়াজ হোসেন, মাস্টার রফিকুল ইসলাম, সরদার নজরুল ইসলাম প্রমূখ।

সভা পরিচালনা করেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা ।

সভা শেষে উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালন করেন বিএনপিনেতা আবুল বাশার।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন