Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামানকে চিরবিদায়

লোহাগড়া প্রতিনিধি

শোক, শ্রদ্ধা ও ভালোবাসায় শিক্ষক, সাংস্কৃতিক সংগঠক এবং মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মোল্যাকে লোহাগড়াবাসী চিরবিদায় জানিয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) বাদ মাগরিব মল্লিকপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে বক্তব্য রাখেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র এ্যাডভোকেট নেওয়াজ আহমদ ঠাকুর নজরুল, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌস রহমান এবং মরহুমের বড় ছেলে ক্রিকেটার ডলার মাহমুদ।

জানাজার সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন রোগভোগের পর সোমবার দুপুর ১২টার দিকে চিকিৎসার জন্য যশোর নেওয়ার পথে মনিরুজ্জামান মোল্যা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে এবং এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন