সোমবার । ২৬শে জানুয়ারি, ২০২৬ । ১২ই মাঘ, ১৪৩২

নির্বাচনের আর বাকি ১৮ দিন, তরুণদের একটা অংশ চায় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

শহর থেকে গ্রাম সবখানে বইছে নির্বাচনী হাওয়া। যোগ্য প্রতিনিধি বাছাইয়ের হিসাব-নিকাশে ব্যস্ত ভোটাররা। অভিজ্ঞদের পাশাপাশি এবার তরুণ ভোটাররা সমানতালে সক্রিয়। ঘরে, ক্যাম্পাসে, এমনকি অনলাইন প্লাটফর্মে চলছে ভোটের আলোচনা। তবে তরুণ ভোটারদের একটা অংশ চায় পরিবর্তন। নতুন নেতৃত্ব। তরুণদের আত্মত্যাগ ও অবদানের ফলে গণ-অভুত্থান পরবর্তী যে নতুন দেশের স্বপ্নের বীজ বপন করা হয়েছে তা বাস্তবায়নের জন্য প্রয়োজন যোগ্য নেতৃত্ব। আর একমাত্র নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বাছাই করা সম্ভব।

গতকাল রবিবার সকালে কয়েকজন তরুণদের সাথে কথা বলে জানা গেছে, গত ১৬ বছর দেশে আইনের কোন শাসন, বিচার বিভাগের কোন স্বাধীনতা এবং মানুষের কোন বাক স্বাধীনতা ছিল না। আমরা এ নির্বাচনের মাধ্যমে এমন এক প্রতিনিধি নির্বাচিত করতে চাই, যার কাছে থাকবে জবাবদিহিতা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন