শনিবার । ১৩ই ডিসেম্বর, ২০২৫ । ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২

নগরীতে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

নগরীতে ককটেল সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন ময়লাপোতা মোড় এলাকা থেকে বস্তুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তা থানায় নিয়ে যায় পুলিশ।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টার দিকে ময়লাপোতা গোলচত্বরের পাশে লাল টেপ দিয়ে মোড়ানো একটি জর্দার কৌটা পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সোনাডাঙ্গা থানার পুলিশ এবং অফিসার ইনচার্জ ঘটনাস্থলে আসেন। পরে পুলিশ সদস্যরা একটি পানির জারে করে সেটি থানায় নিয়ে যান।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে চারপাশ ঘিরে রাখে। থানার বিশেষজ্ঞ দল সেটিকে একটি নিরাপদ পাত্রে নেয়। পরে দেখা যায়, এটি নিস্ক্রিয়। লাল টেপ দিয়ে মুড়িয়ে কৌটাটি ফেলে রাখা হয়েছিল। এর ওপর দিয়ে কয়েকটি রিকশাও চলে গেছে। মূলত মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কেউ এটি এখানে ফেলে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন