নগরীর খানজাহান আলী থানাধীন ঐতিহ্যবাহী পথের বাজার বণিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে। বাজার বণিক সমিতি কার্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। গতকাল শনিবার রাত ১২টায় প্রার্থীদের প্রচারণা শেষ হয়েছে। নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন পরিচালনা কমিটি। ১৩ পদের বিপরীতে নির্বাচনে ২৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল আলোচনায় রয়েছেন সভাপতি, সাধারণ সম্পাদক পদের ৭ প্রার্থী।
বাজারের ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, আগামীকালের নির্বাচনকে কেন্দ্র করে বাজারে এখন আলোচনার বিষয়বস্তু কে হচ্ছেন সভাপতি, সাধারণ সম্পাদক? এবারের নির্বাচনে মোট ভোটার রয়েছে ২৬৩ জন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ইতোমধ্যে সদস্য পদে ৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে তিন প্রার্থী হলেন মোঃ রুহুল কুদ্দুস লস্কর প্রতীক (চেয়ার) মোঃ হুমায়ুন কবির সরদার প্রতীক (চাকা), মোঃ হুমায়ুন কবির প্রতীক (আনারস)। সাধারণ সম্পাদক পদে ৪ প্রার্থী হলেন, মোঃ সোহেল ফারাজী (গরুর গাড়ি), মোঃ মফিজুর রহমান খান (গোলাপ ফুল), জি এম মঞ্জুরুল ইমাম (ঘোড়া), মোঃ এরশাদ আকুঞ্জি (ফুটবল)।
অন্যান্য প্রার্থীরা হলেন সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম (মই), মোঃ মকবুল সরদার (ডাব), মোঃ শরিফুল ইসলাম (তালা চাবি), সহ-সাধারণ সম্পাদক মোঃ সাঈদ ফারাজী (বাইসাইকেল), মোঃ মুকুল সরদার (কাপ পিরিচ), মোঃ মমিনুল ইসলাম টিটুল (বই), মোঃ রাজা গাজী (দোয়াত কলম), মোঃ কুদ্দুস ফারাজী (মাছ), সাংগঠনিক সম্পাদক মোঃ রানা আকুঞ্জি (মোরগ), আতিয়ার রহমান মোড়ল (হাতুড়ি), কোষাধ্যক্ষ মোঃ জসিম সরদার (হাতপাখা), মোঃ তহিদুল ইসলাম (খেজুর গাছ), প্রচার সম্পাদক ইখলাস মাতুব্বর (টেবিল ফ্যান), মোঃ রেজাউল শেখ (বক), মোঃ নাইম মোল্লা (গাভী) ও মোঃ হানিফ শেখ (ঘড়ি)। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- মোঃ রানা শেখ, মোঃ বাহারুল শেখ, মোঃ আবু সাইদ, ফেরদৌস মিনা।
নির্বাচন সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বিপ্লব, সদস্য সচিব মোর্শেদ মামুন, সদস্য জাহাঙ্গীর হোসেন খোকা ও বোরহান সরদার।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বিপ্লব খুলনা গেজেটকে বলেন, ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ব্যালট পেপার ছাপানোসহ ভোটের আনুষঙ্গিক সকল জিনিসপত্র প্রস্তুত রয়েছে। আশা করি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতাসহ সকল প্রার্থী এবং ভোটারদের সহযোগিতায় সুষ্ঠু, সুন্দর শান্তিপূর্ণ এবং সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিতে পারব ইনশাল্লাহ।
খুলনা গেজেট/এনএম

