রবিবার । ২৩শে নভেম্বর, ২০২৫ । ৮ই অগ্রহায়ণ, ১৪৩২

নগরীতে যুবককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক

নগরীতে নাইম (২৬) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর হাজীবাড়ি ছবেদাতলা মোড়ে তাকে কুপিয়ে জখম করে ফেলে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

আহত নাইম রূপসা উপজেলার নন্দনপুর এলাকার বাসিন্দা রফিক গাজীর ছেলে।

এলাকাবাসী জানায়, রূপসার বউবাজার এলাকার লাদেনের স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলত নাইম। দুপুর থেকে তাকে আটক করে রাখা হয়েছিল। এ ঘটনার জের ধরে রাত ৮টার দিকে দুর্বৃত্তরা তার ডান পায়ের গোড়ালির ওপর কুপিয়ে জখম করে হাজীবাড়ি ছবেদাতলা মোড়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

খুলনা থানার এসআই আব্দুল হাই বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করা হয়েছে। থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি। তবে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন