সোমবার । ৩রা নভেম্বর, ২০২৫ । ১৮ই কার্তিক, ১৪৩২

খুলনায় অটো রাইস মিলের ফোরম্যানের বাড়িতে গুলি

নিজস্ব প্রতিবেদক

খুলনায় অটো রাইস মিলের ফোরম্যান ইমরানের বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (২ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর লবণচরা থানাধীন মুক্তার হোসেন সড়কে এ ঘটনা ঘটে।

ইমরান লবণচরা এলাকার রূপসা রাইস মিলের ফোরম্যান হিসেবে কর্মরত আছেন।

লবণচরা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা তার বাড়িতে এ হামলা চালায়। তাকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়া হলে তা জানালা ভেদ করে ঘরের ভেতরে প্রবেশ করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন