শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

দৌলতপুরে যুবককে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক

খুলনার দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা নয়াপাড়া এলাকায় বটি দিয়ে কুপিয়ে মো. শরীফুল ইসলাম বাবু (৫০) কে কুপিয়ে জখম করেছে তারই প্রতিবেশী। শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে তাকে কুপিয়ে জখম করে প্রতিবেশী ফিরোজ। পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করে ফিরোজ।

আহত বাবু মহেশ্বরপাশা নয়াপাড়া এলাকার বাসিন্দা মফিজুল ইসলামের ছেলে।

দৌলতপুর থানার ওসি তদন্ত জাহিদুল ইসলাম বলেন, বাবুর প্রতিবেশী ফিরোজ প্রতিবন্ধী স্বভাবের। সে একজন চা বিক্রেতা। শুক্রবার সকালে বাক প্রতিবন্ধী ফিরোজের স্ত্রীকে উদ্দেশ্য করে বিভিন্ন উস্কানিমূলক কথা বললে বাড়ি থেকে সন্তানকে সাথে নিয়ে বের হয়ে যায়। তাছাড়া তার চায়ের দোকান থেকে বিভিন্ন সময়ে বাকি খেয়ে টাকা পয়সা প্রদান করত না বাবু। এসব ঘটনার জের ধরে শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে বাবুকে বটি দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে চায়ের দোকানি ফিরোজ থানায় গিয়ে আত্মসমর্পণ করে। তাকে আমরা আমাদের হেফাজতে নিয়েছি।

দৌলতপুর থানাধীন মহশ্বেরপাশা কার্তিককুল এলাকায় বাবু (৫০) কে বটি দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করছে।

 

খুলনা গেজেট/সাগর/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন