খুলনার রূপসা উপজেলার জাবুসা চৌরাস্তা এলাকায় এলপিজি গ্যাস পাম্পের সন্নিকটে বুধবার (২ অক্টোবর) রাতে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক এএসআইসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনায় রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির এএসআই আমিনুল (৩৭), আনসার সদস্য তামিম হোসেন (২৫), গ্রাম পুলিশ ওদুদ (২৮), পূজারী সুপ্রিয়া রায় (৪৫) এবং মলয় রায় (৪২) আহত হন। এদের মধ্যে গ্রাম পুলিশ ওয়াদুদ’র অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
রূপসা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, রাত ১০টার দিকে জাবুসা মিলন মন্দির থেকে দুর্গা প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে আনসার বাহিনী ও মন্দির কমিটির সদস্যরা রূপসা নদীর দিকে যাচ্ছিলেন। এসময় হঠাৎ খুলনাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস তাদের ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এদিকে দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ বাসটি আটক করেছে।