খুলনার রূপসা উপজেলার সেনের বাজার রাজাপুর সল্ট কোম্পানিতে রবিউল ইসলাম হাওলাদার (৩০) নামে এক শ্রমিক বিদুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮ টায় আইচগাতী ইউনিয়নের রাজাপুর সল্ট কোম্পানিতে এ ঘটনা ঘটে। রবিউল আইচগাতীর আ. রহিম হাওলাদারের ছেলে। সে এই কোম্পানিতে শ্রমিকের কাজ করত।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউল সল্ট কোম্পানির হাউস থেকে লবণের কাদামাটি তোলার কাজ করছিল। তখন বিদ্যুৎ লাইন কাদামাটির সাথে সংযোগ হয়ে যায় এবং বিদুৎস্পৃষ্ট হয়ে রবিউল মারা যায়। এতে এলাকায় গুঞ্জন যে, কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে।
রূপসা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিদর্শন করছি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মৃত্যুবরণ করছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/শহীদুল/এনএম