ডুমুরিয়ার মধুগ্রামে ট্রাক চাপায় মাদ্রাসা ছাত্র নিহত

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় ট্রাক চাপা পড়ে মোস্তফা গাজী (১২) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সরকারি মধুগ্রাম কলেজের সামনে দৌলতপুর সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ছাত্র শাহপুর গ্রামের আল আমিন গাজীর ছেলে এবং মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসার দাখিল উচ্চ শ্রেণির ছাত্র।

জানা যায়, এদিন মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবীনবরণ অনুষ্ঠানে যাচ্ছিল মোস্তফা গাজী। রাস্তা পার হওয়ার সময় দৌলতপুরগামী বগুড়া ট ১১-১১৫৭ নম্বরের একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।

স্থানীয় সমাজকর্মী অধ্যাপক জিএম আমান উল্লাহ বলেন, সড়কে ট্রাকগুলো বেপরোয়া গতিতে চলে। শিক্ষা প্রতিষ্ঠানের সামনেও নিয়ন্ত্রণহীন গতি থাকে গাড়িগুলোর। যে কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন