পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবর রহমান, পাইকগাছা থানা পুলিশের ওসি-তদন্ত মো. ইদ্রিসুর রহমান।

কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন মো. মেহেদী হাসান। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রী কর্মশালায় অংশগ্রহণ করেন। পরে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নে জগৎখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের বসতবাড়ি পরিদর্শন করেন এবং বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন