খুলনায় জাতীয় পার্টি অফিসে ফের হামলা ও সাইনবোর্ড ভাংচুর

নিজস্ব প্রতিবেদক

খুলনায় জাতীয় পার্টি অফিসে ফের হামলা ও ভাংচুর চালিয়েছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় নগরীর ফেরিঘাট মোড় থেকে মিছিল নিয়ে তারা ডাকবাংলো মোড়ের জাপা অফিসে হামলা চালায়।পরে তারা ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে চেয়ার-টেবিল ভাংচুর করে এবং কাগজপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেয়। এ সময় কার্যালয়ের জাতীয় পার্টির কোনো নেতাকর্মী ছিল না। তবে পুলিশ উপস্থিত থাকলেও তাদের কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন