খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামের বদর শেখের ছেলে জুয়েল শেখের স্ত্রী পুতুল (২৮)-এর মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন উঠেছে। এটি স্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা নাকি হত্যা, তা নিয়ে চলছে আলোচনা।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৩০ আগস্ট) সকাল ৬টার দিকে দিঘলিয়ার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গাজীপাড়ায় পুতুলের মৃত্যু হয়। পরিবারের দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
প্রায় ৯ বছর আগে বরিশালের জাহাঙ্গীর ফকিরের মেয়ে পুতুলের সঙ্গে জুয়েল শেখের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে বড় ধরনের ঝগড়া বা বিবাদের ঘটনা ঘটেনি বলে পরিবার জানায়। নিহত পুতুল মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি তিন সন্তানের জননী। বড় ছেলের বয়স ৭ বছর। স্বামী জুয়েল দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং মাত্র ১৫ দিন আগে দেশে ফেরেন।
জুয়েল জানান, শনিবার সকালে পুতুল ঘুম থেকে উঠে স্বাভাবিক কাজকর্ম করছিলেন। কিছুক্ষণ পর তার শাশুড়ি ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে খোঁজ করেন। এরপর ঘরের গ্রিলের ওপরের রডের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ঝুলতে দেখেন। শাশুড়ির আত্মচিৎকারে স্বজন ও এলাকাবাসী ছুটে এসে তাকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
খুলনা গেজেট/এসএস