গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে খুলনা প্রেসক্লাবের সামনে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সাংবাদিকরা ‘জার্নালিজম ইজ নট এ ক্রাইম’, ‘নো ওয়ান মোর’, ‘প্রেস জার্নালিজম ম্যাটারস,’স্টপ কিলিং জার্নালিস্ট’, ‘জার্নালিস্ট আর নট টার্গেটস’, ‘গাজা জার্নালিস্ট, উই আর উইথ ইউ’- এসব প্লাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা শুধু সাংবাদিক সমাজকেই নয়, মুক্ত গণমাধ্যম ও তথ্যাধিকারের ওপরও গুরুতর হুমকি তৈরি করছে। এ পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক অঙ্গনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
বক্তারা আরও বলেন, গাজার সাংবাদিক হত্যার ঘটনায় বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন। সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় সবাইকে শক্ত অবস্থান নিতে হবে।
খুলনা প্রেসক্লাব আহ্বায়ক এনামুল হক বলেন, সাংবাদিকদের ওপর হামলা এবং গণমাধ্যমকে লক্ষ্য করে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আন্তর্জাতিক সংস্থা ও বিশ্ব সম্প্রদায়ের প্রতি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। মানববন্ধনে খুলনায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
খুলনা গেজেট/এএজে