Edit Content
খুলনা, বাংলাদেশ
সোমবার । ২৫শে আগস্ট, ২০২৫ । ১০ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

বটিয়াঘাটায় অবৈধ সরকারি ইউরিয়া সার জব্দ, ৩ জন আটক

বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটা থানা পুলিশের এসআই শফিকুল ইসলাম ও এসআই জাকির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কিসমত ফুলতলা স্লুইসগেট এলাকায় অভিযান চালায়। এ সময় অবৈধভাবে সরকারি ইউরিয়া সার উঠানামার সময় ৩ চোরাকারবারি, প্রায় ৫-৬ টন ইউরিয়া সার ও একটি মালবাহী ট্রলার আটক করা হয়।

আটককৃতরা হলেন—পিরোজপুর জেলার কাউখালি বিজয়নগর এলাকার মৃত মোখলেস মোল্ল্যার ছেলে কুদ্দুস মোল্ল্যা (৬৫), বেকুটিয়া এলাকার আল আমিন হাওলাদারের ছেলে রাজু হাওলাদার (২২) এবং ছিপাড়া এলাকার মৃত সোবহান শেখের ছেলে আসলাম শেখ (২৯)।

উদ্ধারকৃত সার থানার হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন