ডুমুরিয়ায় আলোচিত যুবদল নেতা এস এম শামীম হত্যার মূল আসামি তার স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি (৩০) ও শ্যালক ইমন হোসেন বাদল (১৮)কে ডুমুরিয়া থানা পুলিশ ও র্যাব-৬ গ্রেপ্তার করেছে। সোমবার বিকেলে উপজেলার আঠারোমাইল এলাকায় শামীমের নিজ বাসা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারের সময় বৃষ্টির স্বীকারোক্তির ভিত্তিতে বাড়ির পাশে একটি ডোবা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাপাতি উদ্ধার করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশের এএসপি সার্কেল আবির শুভ্রসহ পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা।
প্রসঙ্গত, গত শুক্রবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে শামীম নিজ বাসার তিন তলায় নৃশংসভাবে হত্যা হন। হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্তে দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছিল। পরদিন তাদের পরিবারে ছেড়ে দেওয়া হয়।
ভিকটিমের মা, অবসরপ্রাপ্ত শিক্ষক রশিদা বেগম, গত রোববার (২৪ আগস্ট) অজ্ঞাতনামা আসামী হিসেবে মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের ক্লু উদঘাটনে পুলিশ ও র্যাবের একাধিক ইউনিট তদন্তে নামে।
ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা জানিয়েছেন, ‘শামীম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্ত্রী ও শ্যালককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে।’
খুলনা গেজেট/এসএস