পায়রা বন্দর শিপ হ্যান্ডলিং বার্থ অ্যান্ড টার্মিনাল অপারেটর অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবালের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন।
গতকাল এ মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব এম.এ. বকর, সহ-সভাপতি মো. রফিকুল আনোয়ার বাবু, সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী, সহ-সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম, কোষাধ্যক্ষ মো. সারফরাজ নেওয়াজ ফরহাদ, উপদেষ্টা মোস্তফা জেসান ভুট্টো এবং কার্যকরী সদস্য মো. মহসিন বেপারী।
এ সময় পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল বন্দরের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
খুলনা গেজেট/এইচ/এসএস