সাবেক সাংসদ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি মোহাম্মদ আলি আসগর লবি বলেছেন, আগামী নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তাই দলের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
রবিবার (২৪ আগস্ট) বিকেলে ডুমুরিয়া উপজেলার সাহস, ভান্ডারপাড়া, মাগুরখালী ও শরাফপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত নোয়াকাটি বাজারের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মশিউর রহমান লিটন। প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা। পরিচালনা করেন বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন।
জনসভায় আরও বক্তব্য দেন—জাসাস কেন্দ্রীয় নেত্রী কণ্ঠশিল্পী রুখসান রহমান, চৌধুরী হাসানুল হক মিলন, কামরুজ্জামান টুকু, শেখ আব্দুর রশিদ, সাবেক সাংসদ সৈয়দা নার্গিস আলী, অ্যাডভোকেট তাছলিমা খাতুন ছন্দা, উজ্জ্বল কুমার সাহা, মোল্যা মোশাররফ হোসেন মফিজ, সরদার আব্দুল মালেক, নিত্যানন্দ মণ্ডল, ইমাম হোসেন, প্রফেসর আইয়ুব হোসেন, মতিয়ার রহমান বাচ্চু, শেখ শাহিনুর রহমান, খান আফজাল হোসেন, অরুণ গোলদার, শাহানুর রহমান, যুবদল নেতা মোল্যা মশিউর রহমান, ওলামাদল নেতা মাওলানা আব্দুস সালাম আজাদ, আব্দুর রব আকুঞ্জি, মহিউদ্দিন কবিরাজ, শেখ মাহাবুর রহমান, রোজিনা ইসলাম, শেখ জামিনুর রহমান, আজমল হুদা মিঠু, জাহিদুর রহমান, শেখ আব্দুল গফ্ফার প্রমুখ।
সভায় লবি আরও জানান, খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নগরীর জিরোপয়েন্ট থেকে চুকনগর বাজার পর্যন্ত দ্রুত সংস্কার হবে।
খুলনা গেজেট/এসএস