Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২২শে আগস্ট, ২০২৫ । ৭ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

বিএনপির অর্জন নস্যাৎ করতে জামায়াত অপপ্রচার চালাচ্ছে: লবি

ডুমুরিয়া প্রতিনিধি

সাবেক সাংসদ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আলি আসগর লবি বলেছেন, বিএনপির অর্জনকে নস্যাৎ করতে জামায়াত একের পর এক অপপ্রচার চালাচ্ছে। তিনি শুক্রবার (২২ আগস্ট) ডুমুরিয়ার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি জানান, ডুমুরিয়ার অবহেলিত এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন দপ্তরে চেষ্টা চালাচ্ছেন। শৈলমারি রেগুলেটর পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক উপস্থিত ছিলেন, যেখানে বিএনপির লোক থাকার কথা ছিল, কিন্তু জামায়াত সেখানে এসে অপপ্রচারের চেষ্টা করে।

সভায় আলি আসগর লবি দ্রুত খুলনা–সাতক্ষীরা মহাসড়কের কাজ শুরু হবে জানিয়ে বলেন, মন্ত্রণালয় ও প্রধান প্রকৌশলীদের সাথে আলোচনা হয়েছে। তিনি জামায়াতকে বিএনপির অর্জন নস্যাৎ না করতে অনুরোধ করেছেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু, সিনিয়র যুগ্ম—আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম, শেখ তৈয়েবুর রহমান, জুলফিকার আলী জুলু, এ্যাডঃ তছলিমা খাতুন ছন্দা ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন। প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, জেলা কৃষকদলের আহবায়ক মোল্যা কবির হোসেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ সরোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মোল্যা মাহাবুর রহমান, শেখ হাফিজুর রহমান, মাস্টার আইয়ুব আলী, হাবিবুর রহমান বিল্লাল, আবুল কাশেম, আবু তাহের হীরা, পিন্টু জোয়াদ্দার, হুমায়ুন কবির, খান জাহিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী রুখসানা রহমান।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন