Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

ডাকসু নির্বাচনে ছাত্রদলের মনোনীত প্রার্থী ঘোষণায় দিঘলিয়ায় আনন্দ মিছিল

দিঘলিয়া প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের মনোনীত প্রার্থীদের ঘোষণা করায় দিঘলিয়া উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৫টায় সেনহাটীতে আয়োজিত মিছিলে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গাজী মনিরুল ইসলাম, সদস্য সচিব গাজী হিমেল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সাজ্জাদ, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম রাজনসহ অন্যান্য নেতা-কর্মী। কলেজ ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দীন হল ছাত্রদল আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে জিএস, জগন্নাথ হল শাখার প্রসেনজিৎ বিশ্বাসকে এজিএস এবং বিজয় ৭১ হল শাখার মাহফুজুর রহমানকে সাহিত্য সম্পাদক পদে প্রার্থী করা হয়েছে। আনন্দ মিছিলে নেতাকর্মীরা তাদের জন্য শুভেচ্ছা ও সমর্থন প্রকাশ করেন।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন