Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

পরিচয় মেলেনি নদী থেকে উদ্ধার হওয়া নারীর

নিজস্ব প্রতিবেদক

খুলনার বটিয়াঘাটা ঝপঝপিয়া নদীতে থেকে উদ্ধার হওয়া মৃতদেহের পরিচয় মেলাতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার বলেন, নদী থেকে লাশ উদ্ধারের পর পরিচয় নিশ্চিত করার জন্য খুলনা পিবিআই এবং সিআইডিকে ঘটনাস্থলে তলব করা হয়। তাদের কার্যক্রম ব্যর্থ হওয়ায় ডিএনএ স্যাম্পল রাখা হয়। মৃত নারীর পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায়নি। লাশের পরিচয় শনাক্তে ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের কাউকে না পাওয়া গেলে ওই নারীর মরদেহ আঞ্জুমান মফিদুলে দেওয়া হবে। ওই নারীর পরনে ধুসর রংয়ের একটি পায়জামা এবং উপরের অংশে ছোট অন্তর্বাস ছিল।

তিনি আরও বলেন, কেউ তাকে ফাঁদে বা পারিবারিক কলহের কারণে হত্যা করে এখানে ফেলে গেছে। ঘটনাটি যে ঘটাক না কেন তদন্ত করে এ হত্যাকান্ডের মোটিভ বের করার চেষ্টা আমরা করছি। এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, বুধবার বিকেলে বটিয়াঘাটা থানার অন্তর্গত নদীতে মাছ ধরছিলেন কয়েকজন জেলে। তাদের পেতে রাখা জালে ওই নারীর লাশ উঠে আসে। এ নিয়ে ওই এলাকায় ব্যাপক রহস্যের সৃষ্টি হয়।

 

খুলনা গেজেট/সাগর/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন