Edit Content
খুলনা, বাংলাদেশ
শনিবার । ৩০শে আগস্ট, ২০২৫ । ১৫ই ভাদ্র, ১৪৩২
Edit Content

গ্রেনেড বাবুর অর্থ আদায়কারী আবির পিস্তলের কার্তুজ ও নগদ অর্থসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

খুলনার রূপসা থানা পুলিশ অভিযান চালিয়ে পিস্তলের তাজা কার্তুজসহ সোহাগ হাসান শেখ ওরফে আবির(৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করে (১৪ আগস্ট) আদালতে প্রেরণ করেছে। গ্রেপ্তারকৃত যুবক নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রামের ইশারাফ শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমানের নেতৃত্বে এসআই মো. আকরামুল হক সঙ্গীয় ফোর্সসহ ইলাইপুর এলাকায় অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং বিশেষ অভিযানে জাবুসার মোড়ে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ইলাইপুর গ্রামের আনসার ক্যাম্পের পাশে মো. রেজাউল শেখের চায়ের দোকান সংলগ্ন কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। সংবাদ পেয়ে সেখানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহাগ হাসান শেখ ওরফে আবির হাসান সোহাগ পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে আটক করা হয়। আরো ২/৩ জন পালিয়ে যায়। সোহাগকে জিজ্ঞাসাবাদে সে তার নিকট অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলি থাকার কথা স্বীকার করে।

এসময় একটি রেজিস্ট্রেশনবিহীন কালো রঙের মোটরসাইকেল, মাদকদ্রব্য, অস্ত্র কেনাবেচার নগদ ১৭ হাজার ১১০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া মোটরসাইকেলের সিটের নিচে কালো কসটেপে মোড়ানো অবস্থায় ৭.৬৫ এমএম পিস্তলের ২টি তাজা কার্তুজ সোহাগ নিজ হাতে বের করে দেয়।

থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ত্রাসী গ্রেনেড বাবুর অর্থ আদায়কারী সোহাগকে পিস্তলের তাজা কার্তুজ, মোটরসাইকেল ও নগদ অর্থসহ আটক করা হয়। সোহাগ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে থানা এলাকায় জনসাধারণের মনে ভয়ভীতি সৃষ্টি করে অবৈধ অর্থ উপার্জন করে আসছিল। সন্ত্রাসীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত থাকবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন