Edit Content
খুলনা, বাংলাদেশ
রবিবার । ৩১শে আগস্ট, ২০২৫ । ১৬ই ভাদ্র, ১৪৩২
Edit Content

কয়রায় চিংড়িতে অপদ্রব্য পুশের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

কয়রা প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার মদিনাবাদ গ্রামে একটি বসতবাড়ীতে চিংড়ি মাছ পুশের দায়ে ৫ ব্যাবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ আগষ্ট) বেলা ১২ টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তারা হলেন, মদিনাবাদ গ্রামের মোঃ নজরুল ইসলামের পুএ মোঃ সাজিদুল (৩০) ও মিনহাজুলসহ আরও ৩ ব্যাবসায়ী।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী কয়রা কন্টিনজেন্ট উপজেলার উত্তর মদিনাবাদ গ্রামের গফুর গাজীর বাড়িতে অভিযান চালায় এসময় চিংডিতে পুশকৃত আনুমানিক ৫০ কেজি চিংড়ি মাছ, জেলি, সিলিস জব্দ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন ২০২০ এর ৩১(২) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন। এবং জব্দকৃত মাছ মাটিতে পুতে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল বাকী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুমির কুমার সরকার, বাংলাদেশ নৌবাহিনীর চৌকসটিমসহ স্থানীয়রা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন