Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ৮ই আগস্ট, ২০২৫ । ২৪শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

রূপসায় নদী থেকে অবৈধ বালি উত্তোলন করায় ২ জনের জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক

খুলনার রূপসায় অবৈধভাবে আঠারোবেকি নদীর বালু উত্তোলন করার অপরাধে একজনকে জেল এবং অপরজনকে টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী আশ্রয়ন প্রকল্পের পাশে আঠারোবেকি নদী এলাকায় অভিযান চালিয়ে এ জেল, জরিমানা করে প্রশাসন।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী। অভিযান পরিচালনার সহযোগীতায় শিয়ালী পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই প্রদিপ সরকার, এ এস আই আজমির সার্বিক দায়িত্ব পালন করেন।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ঘাটভোগ ইউনিয়নের শিয়ালী এলাকায় আশ্রয়ন প্রকল্পের পাশে আঠারোবেকি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী মিশকাত ফকির (৪৫)কে ১৫ দিনের জেল এবং বালু ক্রয়ের দায়ে মোকাররম নামে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মিশকাত ফকির তেরখাদার হাড়িখালি এলাকা এবং বালু ক্রয়কারী মোকাররম রূপসার চাঁদপুর এলাকার বাসিন্দা।

রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে অভিযান পরিচালনা করে বালু উত্তোলনের মেশিন জব্দসহ দুইজনকে আটক করতে সক্ষম হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী জানান, আঠারোবেকি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে একজনকে ৫ হাজার টাকা জরিমানা এবং অপর জনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

খুলনা গেজেট/এস এস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন