Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ৮ই আগস্ট, ২০২৫ । ২৪শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সকল শ্রেণী পেশার মানুষের ভোটাধিকার রক্ষা করতে হবে: মাহফুজুর রহমান

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, শ্রমিকের ভূমিকা ছাড়া পৃথিবীর কোনো দেশে বিপ্লব সম্ভব হয়নি। জুলাই গণঅভ্যুত্থানেও সারাদেশে অসংখ্য শ্রমিক শহীদ হয়েছেন। দেশ সংস্কারের সাথে আমরা ঘুণে ধরা দেশের শ্রমিক অঙ্গনকে সাজাতে চাই।
শুক্রবার (৮ আগস্ট) সকালে দৌলতপুর শশী ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে খুলনা মহানগরী দৌলতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি আদর্শের নাম। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হলে সমাজে শান্তি ফিরে আসবে। শ্রমিকরা তাদের নায্য অধিকার ফিরে পাবে। এদেশ আমাদের, এদেশ কাউকেও ইজারা দেওয়া যাবেনা। জীবন দিয়ে হলেও আমাদের শ্রমিকসহ সকল শ্রেণী পেশার মানুষের ভোটাধিকার রক্ষা করতে হবে। বাংলাদেশে সত্য ও ন্যায় ইনসাফ প্রতিষ্টার জন্য দাওয়াত দিচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। তিনি কুরআনের পতাকাতলে সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
দৌলতপুর থানা সভাপতি মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক খান মাহবুবুর রহমান এর পরিচালনায় কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় সহ-সভাপতি খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরীর সভাপতি মু. আজিজুল ইসলাম ফারাজী, সাধারণ সম্পাদক ডা. সাইফুজ্জামান এবং মো. আনিসুর রহমান।
সমাবেশে দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়ার্কার্স (রেজি. নং- ১১৫৫) ইউনিয়নের সভাপতি আব্দুল খালেক হাওলাদার, নুর ইসলাম,  আফতাব উদ্দিন, আব্দুল মালেক মুন্সি, গোলাম মোস্তফা, মো. হাসানুল বান্না, আব্দুল হাকিম ও কামরুল ইসলাম, সিদ্দিক মুন্সি, সিদ্দিক জমার্দার, শহিদুল ইসলাম, মামুন, মোস্তফা, রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মাস্টার শফিকুল আলম বলেন, আল্লাহর রাসুল (সা.) এর নিকট সাহাবীরা শপথ তথা বায়াত গ্রহণ করেছিলেন। পরবর্তী বিভিন্ন সময় বিভিন্ন দেশে ইসলামী আন্দোলনের কর্মীরা তাদের দায়িত্বশীল এর নিকট বায়াত গ্রহণ করেছেন। এই বায়াত গ্রহণের মধ্য দিয়ে একজন কর্মী নিজের জীবন সম্পদ ও সময়কে আন্দোলনের নিকট বিক্রি করেন। আমাদের এই বিক্রির একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি ও পরকালের মুক্তি। আমরা বিশ্বাস করি আমাদের এই ত্যাগ কুরবানির বিনিময় আল্লাহ তায়ালা কেয়ামতের ময়দানে আমাদের দুনিয়ার জীবনের আমলনামাকে সহজ করবেন।
সভাপতির বক্তব্যে আজিজুল ইসলাম ফারাজী বলেন, শ্রমিক ময়দান শক্তিশালী না হলে আদর্শিকভাবে আমরা এগিয়ে যেতে পারবো না। তাই দেশের বৃহত্তর স্বার্থে আমাদেরকে আরও বেশিভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। সকল পেশার শ্রমিকদের ট্রেড ইউনিয়নে সংগঠিত করতে হবে। শ্রমিকদের মাধ্যমে আগামী দিনে এই রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তন সাধন করতে হবে
খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন