Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৭ই আগস্ট, ২০২৫ । ২৩শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুলনায় বাংলা মদসহ ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ৭৩৬ লিটার বাংলা মদসহ ব্যবসায়ী সেকেন্দার শিকু (৮৫) কে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১টার দিকে নগরীর রেলস্টেশন বার্মাশীল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে খুলনা থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী সেকেন্দার শিকু বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার তেলীগাতি এলাকার বাসিন্দা এমতাজ উদ্দিনের ছেলে।

যৌথবাহিনীর নেতৃত্ব দেন নৌবাহিনীর কনটিনজেন্ট লে. কমান্ডার মো. রাশেদ আলম।

এলাকাবাসী জানান, দুপুর ১টার দিকে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী রেলস্টেশন বার্মাশীল এলাকায় অভিযান চালায়। এ সময় তারা সেকেন্দার শিকু নামে একজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। পরে তার হেফাজত থেকে ৭৩৬ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। অভিযান চলে দুপুর ৩টা পর্যন্ত। অভিযান শেষে ব্যবসায়ী শিকুকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়।

খুলনা গেজেট/সাগর/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন