Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৭ই আগস্ট, ২০২৫ । ২৩শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

কয়রায় মঠবাড়ি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড, দুটি ঘর পুড়ে ছাই

কয়রা প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার মঠবাড়ি গ্রামের মৃত আ. তালেব মিস্ত্রির ছেলে মো. নজরুল সানা (৫০) ও তার ছোট ভাই বেলাল হোসেনের বসতঘর ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছেন দুটি পরিবার। বুধবার (৬ আগস্ট) দুপুরে এই অগ্নিকাণ্ডে দুটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঠবাড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে চট্টগ্রামে থাকায় তার স্ত্রী ছেলের বাসায় বেড়াতে যান। অন্যদিকে ছোট ভাই বেলাল হোসেন পরিবার নিয়ে খুলনা শহরে ভ্যান চালান। নজরুল সানার স্ত্রী বাড়িতে না থাকায় তিনি নিজেই প্রতিদিন রান্না করেন। বুধবার দুপুরে তিনি রাইস কুকারে চাল দিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে বাজারে যান। হঠাৎ করে তার ঘরের ভিতর থেকে আগুন জ্বলতে শুরু করে। পরে এলাকাবাসী মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আগুনে তাদের দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে আনুমানিক ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের বরাতে বিশিষ্ট সমাজসেবক ডা. নুর ইসলাম খোকা জানান, আজ দুপুরে সংঘটিত এই অগ্নিকাণ্ডে তাদের দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ঘরের ভিতরে থাকা সকল মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন