Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৭ই আগস্ট, ২০২৫ । ২৩শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাবেক নৌ-প্রধান মাহাবুর আলী খানের মৃত্যুবার্ষিকীতে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া

তেরখাদা প্রতিনিধি

তেরখদায় বুধবার (৬ আগস্ট) সাবেক নৌবাহিনী প্রধান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী রিয়ার এডমিরাল মাহাবুর আলী খানের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজিত হয় যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের উদ্যোগে।

উপজেলার বারাসাত ইউনিয়ন পরিষদ সংলগ্ন আল-মুহিত হিফজখানা এতিমখানা ও নূরানী মাদ্রাসায় অনুষ্ঠিত এই খতমে দোয়া পরিচালনা করেন হাফেজ নাহিদুল ইসলাম। হিফজখানা এতিমখানার ছাত্ররা খতমে কোরআন পাঠ করেন। পাশাপাশি, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় নেতা খান মোস্তাক আহমেদ, রবিউল ইসলাম লাখু, লালিম শেখ, সরদার জিয়ার রহমান, গোলজার আলম, দেলোয়ার হোসেন, আরিফ শেখ, বাহার মোল্লা ও অন্যান্য ধর্মপ্রাণ মুসল্লি।

দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের শান্তি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। পারভেজ মল্লিক বলেন, “সাবেক নৌবাহিনী প্রধান ও মন্ত্রী হিসেবে মাহাবুর আলী খানের অবদান দেশের জন্য স্মরণীয়। তার রূহের শান্তি কামনা করা আমাদের ধর্মীয় ও সামাজিক কর্তব্য।”

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ধর্মীয় আধ্যাত্মিক পরিবেশে সম্পন্ন হয়।

খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন