Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৬ই আগস্ট, ২০২৫ । ২২শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

তেরখাদায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামায়াতের গণমিছিল

তেরখাদা প্রতিনিধি

৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে তেরখাদায় এক বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে তেরখাদা উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সদর এলাকা মুখরিত হয়ে ওঠে।

গণমিছিল শেষে সরকারি ইখড়ি কাটেঙ্গা হাইস্কুল গেটের সামনে সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা শাখার নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদের সদস্য অধ্যাপক মো. এনামুল হক। সভাপতিত্ব করেন তেরখাদা উপজেলা জামায়াতের আমীর মাওলানা শেখ হাফিজুর রহমান এবং পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি নাহিদ হাসান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন মাওলানা আব্দুস সালাম জাহেদী, মাওলানা গোলাম রব্বানী, মাওলানা এম.এ. হাফিজ, মাওলানা আব্দুর রাকিব, মাওলানা ইবাদুর রহমান, মাওলানা মিজানুর রহমান, মাওলানা শাহজাহান আলী, মাষ্টার আক্তার ফারুক, আব্দুস সামাদ লিটন, শ্রমিক নেতা আহসান হাবিব টুকু, ছাত্রশিবির সভাপতি মিল্লাত হোসেন এবং মুসাব্বির হুসাইন নাইম প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর এক শ্রেণির চাঁদাবাজ ও দুর্নীতিবাজ সক্রিয় হয়ে উঠেছে, যা জাতির জন্য ভয়াবহ সংকেত। জনগণ আগামী নির্বাচনে এদের বিরুদ্ধে রায় দেবে।

তারা আরও বলেন, আমরা কোনো রক্তচক্ষুকে ভয় করি না। ৩৬ জুলাইয়ের আন্দোলনের মূল দাবি ছিল একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠন, যা এখনও বাস্তবায়িত হয়নি। এই দাবি বাস্তবায়নে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

বক্তারা বর্তমান সরকারের বিরুদ্ধে ফ্যাসিবাদী আচরণ, দুর্নীতি এবং বৈষম্যের অভিযোগ আনেন এবং বলেন, ইসলামী আদর্শ ছাড়া একটি প্রকৃত ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব নয়। রাজনৈতিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচনও সম্ভব নয়।

সরকারপ্রধান শেখ হাসিনাকে উদ্দেশ করে বক্তারা বলেন, পলাতক হাসিনা দেশে ফিরে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা করছেন। ইনশাআল্লাহ, জনগণ তা প্রতিহত করবে।

তারা দাবি করেন, জামায়াতে ইসলামী ক্ষমতার লোভ করে না। বরং জনগণের সেবক হিসেবে কাজ করে একটি দুর্নীতিমুক্ত, মানবিক ও সমঅধিকারভিত্তিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে চায়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন