Edit Content
খুলনা, বাংলাদেশ
বুধবার । ৬ই আগস্ট, ২০২৫ । ২২শে শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জুলাইয়ের স্মৃতি আমাদেরকে জনতার ঐক্য ও সংহতির সুফল দেখায়: আব্দুল আউয়াল

নিজস্ব প্রতিবেদক

স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য আইনী ও নীতিগত সিদ্ধান্তের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে- মাওঃ আব্দুল আউয়াল
মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৪ টায় নগরীর পাওয়ার হাউজ মোড়াস্থ আইএবি কার্যালয়ের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর  সভাপতি ও খুলনা ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুফতী আমানুল্লাহ’র সভাপতিত্বে ও নগর সেক্রেটারী  মুফতি ইমরান হুসাইন এর পরিচালনায় জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে মিছিল পূর্বক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর ও খুলনা ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল।
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি মাওলানা অধ্যাপক আব্দুল্লাহ ইমরান, খুলনা মহানগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, হাফেজ আব্দুল লতিফ, মাওঃ দ্বীন ইসলাম মোঃ রেজাউল করিম,  মোঃ ইমরান হোসেন মিয়া, মাওঃ সাইফুল ইসলাম ভূইয়া, মোঃ তরিকুল ইসলাম কাবির, মেহেদী হাসান সৈকত,  মোঃ হুমায়ুন কবির, মুফতী ইসহাক ফরীদি,  গাজী ফেরদাউস সুমন,  মোঃ মঈন উদ্দিন ভূইয়া, এ্যাডঃ কামাল হোসেন,  মোল্লা রবিউল ইসলাম তুষার,  কারী মোঃ জামাল উদ্দিন,  মাওঃ নাসিম উদ্দিন,  বীর মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া,  বন্দ সরোয়ার হোসেন,  মোঃ বাদশা খান , মারুফ হোসেন, এইচ এম খালিদ সাইফুল্লাহ, মুফতী আমানুল্লাহ, এইচ এম আরিফুর রহমান, গাজী মিজানুর রহমান, মোঃ শহিদুল ইসলাম সজিব, মোঃ কবির হোসেন হাওলাদার, আবুল কাশেম, মোঃ বাদশাহ খান, মোঃ মিরাজ মহাজন , শ্রমিক নেতা এস এম আবুল কালাম আজাদ, মোঃ পলাশ শিকদার, যুব নেতা মোঃ আব্দুর রশিদ, মমিনুল ইসলাম নাসিব, নাজমুল ইসলাম, ছাত্র নেতা মোঃ মাহদী হাসান মুন্না, বনি আমিন, হাবিবুল্লাহ মেসবাহ, মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর ও খুলনা ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল বলেছেন, ৫ আগস্ট আমাদের জাতীয় জীবনে এক চিরঅম্লান স্মৃতি। দীর্ঘ দেড় যুগের নৃশংস ফ্যাসিবাদের উৎখাত প্রচেষ্টার সফলতা এসেছিলো এই দিনে। রক্তে রাঙ্গা এই দিন আমাদেরকে স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্ত স্থায়ী বিলোপের লক্ষে প্রতিজ্ঞাবদ্ধ করে। আমরা যদি সেই প্রতিজ্ঞায় ঐক্যবদ্ধ হতে পারি এবং প্রয়োজনীয় নীতিগত ও আইনী সংস্কারের মাধ্যমে দেশ থেকে স্বৈরতন্ত্রকে চিরতরে বিলোপ করতে পারি তাহলেই জুলাইয়ের রক্ত ও উৎসর্গিত জীবন সার্থকতা পাবে।
আব্দুল আউয়াল বলেন, ৫ আগষ্ট ও জুলাইয়ের স্মৃতি আমাদেরকে জনতার ঐক্য ও সংহতির সুফল দেখায়। দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে হলে আমাদেরকে আবারো জুলাইয়ের ঐক্য ও সংহতির নজীর স্থাপন করতে হবে। মনে রাখতে হবে, কেবল ক্ষমতার পালাবদলের জন্য জুলাই আসে নাই বরং স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য জনতা রক্ত দিয়েছিলো। তাই স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপের জন্য আইনী ও নীতিগত সিদ্ধান্তের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর দৃঢ় প্রত্যয় নিয়ে বলেন, জুলাইয়ের রক্ত ও জীবনের স্বার্থকতা নিশ্চিত করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ অবিচলভাবে কাজ করে যাবে। বাংলাদেশ থেকে স্বৈরতন্ত্র ও স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের চিরস্থায়ী বিলোপ নিশ্চিত করতে সংগ্রাম অব্যাহত রাখবে;ইনশাআল্লাহ।
নগর সভাপতি ও খুলনা ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী আমানুল্লাহ বলেন, বাংলাদেশের মানুষ আজ নতুন ভোরের প্রত্যাশায়। দীর্ঘদিনের শোষণ, দুর্নীতি আর ফ্যাসিবাদের বিপরীতে আজ জনগণ ঐক্যবদ্ধ। আমরা চাই এমন একটি রাষ্ট্র, যেখানে ইসলাম, ন্যায়বিচার ও মানবতার জয় হবে।”
তিনি আরও বলেন, “আজকেরয়এই গণমিছিল কোনো দলের বিরুদ্ধে নয়, বরং এটি একটি আদর্শিক প্রতিবাদ। যারা দেশের অর্থনীতি ধ্বংস করেছে, যারা গুম-খুন চালিয়েছে, যারা ইসলাম ও ঈমান নিয়ে উপহাস করেছে—তাদের বিরুদ্ধে এই প্রতিবাদ।”
সমাবেশে শেষে একটি বিশাল মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
খুলনা গেজেট/এসএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন