Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৩১শে জুলাই, ২০২৫ । ১৬ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

খুলনায় ছাত্র-জনতার জুলাই গণ-অভ্যুত্থান দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা

গেজেট ডেস্ক

ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ বুধবার সকালে নগরীতে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার নগরীর জিয়া হল চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও কবুতর উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন। র‌্যালিটি জিয়া হল চত্বর থেকে শুরু হয়ে শহিদ হাদিস পার্কে এসে শেষ হয়।

র‌্যালি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় কেসিসি প্রশাসক জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, তাদের এ আত্মত্যাগ আমাদেরকে বৈষম্যহীন একটি দেশ গড়ার সুযোগ এনে দিয়েছে। আজকের এ আয়োজন বার বার আমাদের সেই সুযোগের কথা স্মরণ করিয়ে দিবে। মৃত্যু ভয় উপেক্ষা করে যে আশা-আকাঙ্খা নিয়ে ছাত্র-জনতা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঝাপিয়ে পড়েছিল তাদের সে প্রত্যাশা পূরণে আগামীর বাংলাদেশকে একটি বৈষম্যহীন দেশ হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

খুলনার ডিআইজি মো: রেজাউল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ শেখ মো: সাকিব রায়হানের পিতা শেখ মো: আজিজুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন র‌্যালি আয়োজক উপকমিটির আহবায়ক কেসিসি’র সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম।

জামায়াতে ইসলামী-খুলনা মহানগর কমিটির আমীর অধ্যাপক মো: মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক এ্যাড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ-খুলনা মহানগর কমিটির সভাপতি মুফতি আমানুল্লাহ, সহসভাপতি মো: নাসির উদ্দিন ও সেক্রেটারী মুফতি ইমরান হুসাইন, এনসিপি’র মহানগর সংগঠক আহমেদ হামীম রাহাত, গণসংহতি-খুলনা মহানগরের সমন্বয়ক সোহেল মুনির, ছাত্র প্রতিনিধি সিরাজুল ইসলাম ইমন ও মো: নাঈম ইসলাম, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জাামান, বৃহত্তর আমরা খুলনাবাসীর মো: নাসির উদ্দন ও মাহবুবুর রহমান খোকন, আমরা বৃহত্তর খুলনাবাসীর সরদার আবু তাহের, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান. প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, নাগরিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও কেসিসি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ র‌্যালিতে অংশগ্রহণ করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন