‘বাতিঘর’ কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে প্রগতি মাধ্যমিক বিদ্যালয় রাজবাঁধ, কৈয়াবাজার, বটিয়াঘাটা, খুলনায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার রায় এর সভাপতিত্বে এবং অরুন কুমার রায়ের এর সঞ্চালনায় সাধারণ শিক্ষার্থীদের ভিতরে ফলজ গাছ প্রদান করা হয়। সোমবার (২৮ জুলাই) দুপুরে এই কর্মসূচি পালন করা হয়।
উক্ত গাছ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘বাতিঘর’ এর সভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি তার বক্তৃতায় শত শত ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে কোমলমতি শিশুদের বলেন, ‘শুধুমাত্র পুস্তকের শিক্ষায় শিক্ষিত হতে না হয়ে মানবিক মানুষ হতে হবে’। এর পরে তিনি তাদের মাঝে বৃক্ষরোপণ সম্পর্কে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা মূলক কথাবার্তা বলেন। তিনি ছাত্র-ছাত্রীদের আগামী দিনে সৎ ও মানবিক মানুষ হওয়ারও পরামর্শ প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন- সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বাবলু, মৃণাল কান্তি বিশ্বাস, আফজাল হোসাইন, আশীষ বরন গাইন, তনুজা কবিরাজ, আনিষ কুমার বৈরাগী, তাপসী মন্ডল, প্রীতিশ কুমার সানা, সুদীপ্ত মণ্ডল, অরুণ রায়, দেবদাস সরকার, নমিতা মন্ডল, আব্দুর রহমান, শাহিন আলম, শর্মিষ্ঠা মোড়ল, শ্রীকৃষ্ণ মন্ডল, আল আমিন সরদার।
এছাড়া ছাত্র-ছাত্রীদের মধ্যে শুভেচ্ছা মূলক বক্তব্য রাখেন তুলি মল্লিক, মগ্ন হালদার, ফাতেমা আক্তার শায়মা প্রমূখ।
খুলনা গেজেট/এসএস/এএজে