খুলনার রূপসায় অভিযান চালিয়ে ১ হাজার ৫০০ কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ি মাছসহ বাবু মোল্লাকে আটক করেছে কোস্টগার্ড।
গ্রেপ্তারকৃত ব্যক্তি ইলাইপুর এলাকার আব্দুর গফুর মোল্লার ছেলে।
এই ঘটনায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃত ব্যক্তিকে তিন মাস কারাদণ্ড প্রদান করেন এবং পুশকৃত মাছ নদীতে ফেলে বিনষ্ট করেন।
জানা যায়, বুধবার (২৩ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড ইলাইপুর মাকামের মোড় এলাকা থেকে বাগদা চিংড়ি বোঝাইকৃত একটি ট্রাককে আটক করে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে আটককৃত মাছের ভিতরে জেলি পুশের বিষয়টি নিশ্চিত করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি অপ্রতিম কুমার চক্রবর্তী ভ্রাম্যমান আদালত বসিয়ে ব্যবসার নামে অপদ্রব্য পুশ করার দায়ে বাবু মোল্লাকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন।
খুলনা গেজেট/এএজে