Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

দক্ষিণ বেদকাশীর ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ওসমান গনি খোকন

গেজেট ডেস্ক

খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে মো. ওসমান গনি খোকনকে। তিনি প্যানেল চেয়ারম্যান-১ ও স্থানীয় ৭নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য। গত ২১ জুলাই জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান আরিফ স্মারকে (যার নং- ৪৬.৪৪.৪৭০০,০০০,০২৮,০৫.০০১০.২৫-৮৫৯) এ দায়িত্ব অর্পন করা হয়।

মঙ্গলবার (২২ জুলাই) কয়রা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী দায়িত্বভার হস্তান্তর করেন।

দায়িত্ব অর্পণ স্মারকে বলা হয়েছে, কয়রা উপজেলার ৭নং দক্ষিণ বেদকাশী ইউনিয়ন পরিষদের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার জন্য এ কার্যালয়ের ১১ ফেব্রুয়ারি (৪৬.৪৪.৮৭০০০২৮.০৫.১০.২৫-৭৮ নং স্মারকে) কয়রা উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলীকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা সংক্রান্ত অফিস আদেশটি বাতিলপূর্বক জনস্বার্থে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার ১৯ আগস্ট ৬৮৪নং পরিপত্রের নির্দেশনা মোতাবেক প্যানেল চেয়ারম্যান-১ মো. ওসমান গনিকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হল।

উল্লেখিত, গত ৫ আগস্ট ফ্যাসিষ্ট সরকার পতনের পর থেকে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আছের আলী মোড়ল পলাতক রয়েছেন। দীর্ঘদিন নাগরিক সেবা বঞ্চিত দক্ষিণ বেদকাশীবাসীর জনস্বার্থের বিষয়টি বিবেচনায় এহেন সিদ্ধান্তটি সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের জনগন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন