Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

পুলিশের ওপর হামলা: প্রধান আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

তেরখাদা প্রতিনিধি

তেরখাদা উপজেলার বারাসাত গ্রামে পুলিশের ওপর সংঘবদ্ধ হামলার মামলায় প্রধান আসামি মো. পলাশ শেখকে একদিনের রিমান্ডে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ জুলাই) খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক মো. নাজমুল কবির মামলার তদন্ত কর্মকর্তার আবেদন শুনে এ আদেশ দেন।

আদালতের জিআরও প্রভাস চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন। পলাশ শেখ বারাসাত গ্রামের মৃত আতিয়ার রহমান শেখের ছেলে। তাকে গত ১৬ জুলাই রাতে রূপসা উপজেলার একটি চেকপোস্ট থেকে গ্রেপ্তার করে তেরখাদা থানা পুলিশ, যেখানে খুলনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশও সহায়তা করে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. রফিকুল ইসলাম জানান, আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত একদিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৯ জুন দুপুরে মারামারির একটি মামলার আসামিকে গ্রেপ্তার করতে বারাসাত গ্রামে অভিযান চালান তেরখাদা থানার এসআই মেহেদী হাসান। অভিযানের সময় পলাশ শেখ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে পার্শ্ববর্তী বিল এলাকা থেকে ধরে ফেলে। তার চিৎকারে সাড়া দিয়ে প্রায় ৩০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠিসোঁটা, রড ও রামদা নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং তাকে জোরপূর্বক ছিনিয়ে নেয়।

এ ঘটনায় এসআই রথীন্দ্রনাথ পোদ্দার, কনস্টেবল মো. সোহেল রানা ও জয়ন্ত রায়সহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। কনস্টেবল সোহেল রানাকে লক্ষ্য করে রামদা দিয়ে কোপ দিলে তার ডান বাহুতে গুরুতর জখম হয় বলে এজাহারে উল্লেখ করা হয়।

ঘটনার পরদিন এসআই মেহেদী হাসান বাদী হয়ে তেরখাদা থানায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর ৯ জুলাই ১৫ জন আসামি খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন