Edit Content
খুলনা বাংলাদেশ
মঙ্গলবার । ২২শে জুলাই, ২০২৫ । ৭ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন বিএল কলেজের অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক

খুলনার সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান জাতীয় শুদ্ধাচার পুরস্কার-২৪ এ ভূষিত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুলাই) আনুষ্ঠানিকভাবে তার হাতে এ পুরস্কার তুলে দেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের আওতাধীন (দপ্তর / সংস্থা প্রধান ক্যাটাগরিতে) তিনি এ পুরস্কারের জন্য মনোনীত হন। পুরস্কার স্বরূপ তার হাতে তুলে দেওয়া হয় একটি ক্রেস্ট সনদপত্র ও এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ
প্রফেসর শরীফ আতিকুজ্জামান বহুবিধ প্রতিভার অধিকারী একজন ব্যক্তি। তার বাচন ভঙ্গি, কথাবার্তা, আচার-আচরণ, সততা এবং কর্মদক্ষতা মানুষকে আকৃষ্ট করে। তিনি আপাদমস্তক একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একনিষ্ঠ ভক্ত। দীর্ঘদিন ধরে নজরুল সংগীতের চর্চা করে আসছেন। নজরুল সংগীতে তার প্রতিভা দেশের গণ্ডি ছাড়িয়ে পার্শ্ববর্তী দেশেও ছড়িয়েছে। তাইতো সম্প্রতি ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্ম জয়ন্তীর আয়োজনে তিনি স্বপরিবারে আমন্ত্রিত হয়েছিলেন। নিজের প্রতিভার আলো ছড়িয়েছেন ওই অনুষ্ঠানে। সম্মানিত করেছেন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বিএল কলেজ কে।

অধ্যক্ষ শরীফ আতিকুজ্জামানের জন্ম এবং বেড়ে ওঠা নড়াইল জেলায়। পড়াশুনা করেছেন নড়াইল সরকারি হাই স্কুল এবং নড়াইল ভিক্টোরিয়া কলেজে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন