বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

মোংলায় অস্ত্রসহ যৌথ অভিযানে আটক ১

মোংলা প্রতিনিধি

মোংলায় কোস্ট গার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

আটককৃত ডাকাত সহযোগীর নাম রাসেল হাওলাদার (৪০)। তিনি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১টায় বিসিজি বেইস মোংলার উদ্যোগে মোংলা নালা সংলগ্ন পিকনিক কর্নার এলাকা থেকে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৯টায় বাংলাদেশ কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় করিম শরীফের আরেক সহযোগী মোশাররফের কাঠের নৌকা থেকে দুটি একনলা বন্দুক এবং ৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটককৃত ডাকাত সহযোগী এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন